অফিসে একদিন একটা ফোন এসেছিল.... একজন ভদ্রমহিলা প্রচন্ড ডেসপারেট দেশের বাইরে যাওয়ার জন্য, "আমাকে কোন দেশে যাওয়া যায় বলেন...." প্রোফাইল জানার জন্য যখন বিভিন্ন প্রশ্ন করতে লাগলাম, দেখলাম
- উনি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়েছেন (BBA),
- এরপর ওনার বিয়ে হয়ে যায়,
- পড়াশোনার কন্টিনিউ করেননি
- গত বছর উনার ডিভোর্স হয়েছে, উনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করেছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না চাকরির অভিজ্ঞতার অভাবে।
- তার উপর ওনার স্বামী ওনার থেকে বাচ্চাদের কা
স্টডি নিয়ে নিয়েছেন, ওনারা অনেক ক্ষমতাধর মানুষ, আমি এই দেশ ছেড়ে যেতে চাই...
-আমি দেশের বাইরে যদি বাথরুম পরিষ্কার করারও চাকরি পাই, আমি যেতে রাজি।
ইচ্ছা থাকলেও আমি ওনাকে সেদিন কোনো সাহায্য করতে পারিনি.... প্রচন্ড হতাশ হয়ে উনি ফোনটা রেখে দিলেন.... এবং সেই হতাশা আমার মধ্যেও সংক্রমিত হলো....
সে একজন মা, তার থেকে অলরেডি তার বাচ্চাকে কেড়ে নেওয়া হয়েছে, তা নিয়ে সে অনেক লড়াইও করেছে নিশ্চয়, আজ শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে দেশে বাইরে যেতে চায়...
এমন সিচুয়েশন পৃথিবীতে কারো না হোক....
No comments:
Post a Comment